1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

বাঁশের সাঁকো দিয়ে ঝুকিপূর্ণ চলাচল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম:
বেশ কয়েকদিন আগে টানা ভারী বর্ষণের কারণে ভেঙ্গে পড়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা’র ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড খলিফাপাড়ার পূর্বটিলার একমাত্র চলাচলের ভরসা কালভার্টটি।

সরজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টটি ভেঙে পড়াতে খলিফাপাড়া’র পূর্ব টিলাপাড়া এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ জনগণের যাতায়াত বন্ধ হয়ে পড়ে।

এদিকে কালভার্টটি ভেঙে পড়ার পর স্থানীয়রা প্রাথমিকভাবে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করে ঝুকিপূর্ণভাবে চলাচল করছে ১৫০পরিবার।

বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্কুলে যাওয়ার সময় পা পিছলে পড়ে পা ভেঙে যায় শিক্ষার্থী মুহাম্মদ জাহেদ(১১)এর। এছাড়াও সাঁকো পার হওয়ার সময় পা ভেঙে যায় সুমন নামের এক স্থানীয় কৃষক ও মহিউদ্দিন(৫৬) নামের এক অটো রিক্সা চালকের।

নাছের উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, গত কয়েকদিন ভারী বর্ষেণর কারণে কালভার্টটির নিচ থেকে মাটি সরে গিয়ে ভেঙে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতা আপতত বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করলেও বৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের সন্তানেরা স্কুল ও মাদ্রাসায় থেকে পারছেনা। অনেক বয়স্ক ও স্কুলগামী শিশুরা বাঁশের সাঁকো পার হতে গিয়ে আহত হয়েছেন।

এছাড়াও কালভার্টটির পাশে সেমি পাকা ঘর করছেন ড্রাইভার বরিউল। তার ঘরও ভেঙে পড়ার সম্ভব রয়েছে। ইতিমধ্যে দেওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়ে হুমকির মুখে পড়েছে তাঁর ঘরটি। এদিকে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিপূর্ণভাবে প্রতিনিয়ত চলাফেরা করছেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী-সহ স্থানীয়রা। দ্রুত কালভার্টটি পুনঃস্থাপন করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কালভার্টটি দ্রুত নির্মাণ করার দাবি জানানোর স্থানীয়রা।

বার্তা প্রেরণ-
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
01871160190

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট