 
							
							 
                    
রাঙামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল হাকিম (২৬)।  তিনি রাইখালি ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। রোববার (১৫ জুন) দুপুরে রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার দুই নম্বর ওয়ার্ডের রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে দুপুরে ৯/১০ জনের অবৈধ অস্ত্রধারী আকম্মিক ভাবে এসে ৫-৬ রাউন্ড গুলি করে চলে যায়। এসময় ঘটনাস্থলে হাকিম নামে এক যুবকের মৃত্যু হয়। রাইখালি ইউপি চেয়ারম্যান মংক্য মারমা বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) মো. ইমরুল হাসান বলেন, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।