1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

চট্টগ্রামের একদিনে করোনায় দুই মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। তবে করোনায় মারা যাওয়া দুইজনেই উপজেলার বাসিন্দা। রবিবার (২২ জুন) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

করোনায় মৃত্যু হওয়া দুজন হলেন- পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সিভয়েস২৪-কে বলেন, করোনা শনাক্ত হলেও ইরশাদ নামের ওই রোগী আগে থেকে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার (ইয়ামিন) যক্ষাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তারা মৃত্যুবরণ করেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন মোট ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি উপজেলায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট