1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

তৃতীয় বিশ্বযুদ্ধের পথে বিশ্ব !

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মুবিন বিন সোলাইমান
হাদিসের ভবিষ্যদ্বাণী অনুসারে খোরাসান অঞ্চল যদি ইরানসহ আশেপাশে কয়েকটি দেশ হয় তবে, “আল-মালহামা” যুদ্ধের সঙ্গেও বর্তমান বিশ্বে চলমান এই ঘটনাবলীর মিল পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তা বিশ্বকে টেনে নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে চমকপ্রদ বিষয় হলো—এই যুদ্ধের ভবিষ্যদ্বাণী বহু আগেই করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

হাদিস শরীফে বর্ণিত হয়েছে, খোরাসান অঞ্চল থেকে এক বাহিনী কালো পতাকা হাতে রওনা হবে, যাদের রুখে দেওয়ার ক্ষমতা কারও থাকবে না—যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। ইসলামী চিন্তাবিদরা বলেন, এই হাদিসে বর্ণিত খোরাসান অঞ্চল বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশকে নির্দেশ করে—যার বেশিরভাগই আজকের ইরানের অন্তর্গত।

হাদিসের এই ভবিষ্যদ্বাণী অনুসারে, ইরান থেকেই সেই কালো পতাকাবাহী বাহিনী আসবে, যারা আল-আকসা মসজিদ তথা বায়তুল মুকাদ্দাস বিজয় করবে। এই শহর বর্তমানে দখল করে রেখেছে ইসরায়েল, যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ হিসেবেই বিবেচনা করে।

১৯৮০ সালে ইসরায়েল “জেরুজালেম আইন” পাশ করে শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে। কিন্তু সেই দাবি জাতিসংঘ প্রত্যাখ্যান করে। বর্তমানে আল-আকসাসহ পুরো জেরুজালেমই ইসরায়েলের দখলে রয়েছে। এ প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, হাদিসে বর্ণিত সেই যুদ্ধের বাস্তবতা কি সামনে এগিয়ে আসছে?

মহানবী (সা.) আরও বলেছেন, “যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন তাদের সঙ্গে যোগ দাও। কারণ, তাদের মধ্যেই রয়েছেন আল্লাহর খলিফা—ইমাম মাহদী।” ফলে ইসলামী ইতিহাসবিদ ও আলেমদের অনেকেই মনে করেন, এই বাহিনীর নেতৃত্বে ইমাম মাহদী থাকবেন এবং যুদ্ধটি কেয়ামতের বড় আলামতের অন্যতম হবে।

বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর যুদ্ধ হিসেবে হাদিসে বর্ণিত “আল-মালহামা” নামের যুদ্ধের সঙ্গেও এই ঘটনাবলীর মিল পাওয়া যায়। এটি এমন এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে যার মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামি খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে—এমনটাই মনে করেন বহু ইসলামি গবেষক।

১৩ জুন ইসরায়েল “অপারেশন রাইজিং লায়ন” নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ নাগরিক হতাহত হন। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। ইরান-ইসরায়েল এই পাল্টাপাল্টি হামলা এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন—তবে কি আমরা কেয়ামতের শেষ অধ্যায়ের দ্বারপ্রান্তে? এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহই জানেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট