রাঙ্গুনিয়ায় নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর সামনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের নির্দেশনা মোতাবেক এই কর্মসূচী পালন করা হয়েছে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
এতে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী নেভি আক্তার, আবু বক্কর,সহকারী স্বাস্থ্য পরিদর্শ সীমা বড়ুয়া, মুসা কালিমুল্লাহ,রফিকুল ইসলাম খোকন, সুমি আক্তার, রঞ্জিত দাশ, অরূপ দত্ত, বিশ্বজিৎ চৌধুরী, শাহাদত হোসেন রুবেল, উজ্জ্বল সরকার, মাসুদুর রহমান,রাসেদুল আলমসহ স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দ। যেখানে উপজেলা পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরন, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অবস্থান কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের অর্জন, কার্যক্রমসহ বিভিন্ন সমস্যা ও দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার ফাইল চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান কর্মসূচীর কমপ্লিট শাটডাউন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।