 
     
 চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বাড়িতে কৌশলে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আট লক্ষ টাকার সম্পদ লুটে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের রোশাই পাড়া এলাকার বাসিন্দা প্রবাসী মো. আব্দুল কাদেরের বাড়িতে গত শনিবার বিকাল তিনটায় পরিবারের কোন সদস্য না থাকার সুবাধে চোরের দল আলমিরা ভেঙ্গে তছনছ করে। এসময় চোরেরা নগদ ৭০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণ ও মূল্যবান জনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী আব্দুল কাদের বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
গতকাল রোববার রাঙ্গুনিয়া মডেল থানার এস আই মাফুজের রহমান বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
