রাঙ্গুনিয়ায় মাদক সেবন করে লোকজনকে মারধরের দায়ে এক যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। তার নাম মো লোকমান হোসেন (২৪)। তিনি চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সোমবার (৩০ জুন) দুপুরে একই ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এই দন্ড দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বালু মহাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এসময় গোপন সংবাদে খবর পেয়ে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় মাদক বিক্রির দায়ে এক জনকে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান বলেন, অভিযানকালে মাদক সেবন করে লোকজনকে মারধর করার দায়ে এই দন্ড দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে৷ জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি৷