রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ৪৫ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে পোমরা জিয়ানগর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রতিষ্ঠান) মো. জসিম উদ্দিন। আলোচনা শেষে আবাসিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র,জনপ্রতি নগদ ৪০০০ টাকা, পোশাক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের মাঝে দৈনিক ২৫ টাকা হারে জনপ্রতি যাতায়াত ব্যয় বাবদ ২ হাজার ৭৫০ টাকা নগদ প্রদান করা হয়।