1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় আলোচিত কিশোরীকে নিয়ে উধাও হওয়া সেই যুবক গ্রেফতার, মেয়ে উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়া মডেল থানার প্রতীকী গেট
রাঙ্গুনিয়া মডেল থানার প্রতীকী গেট

রাঙ্গুনিয়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার এবং কিশোর মেয়েকে উদ্ধার দাবীতে দীর্ঘদিন ধরে থানার ধারে ধারে ঘুরছিলেন এক পিতা। কিন্তু বিষয়টি আপোষ করে নিতে থানা পুলিশ ও প্রভাবশালী মহল তাকে নানাভাবে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ তুলেন তিনি। এই নিয়ে থানার ওসির বিরুদ্ধে একটি মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন ওই কিশোরীর পিতা। এরপর ওসিকে প্রত্যাহার করে নিলে বিষয়টি রাঙ্গুনিয়াজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়।

অবশেষে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইফতেখার হোসেন কাজল (২৪)। সে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাফেজপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে। বুধবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

তিনি আরও জানান, গ্রেফতার ইফতেখার হোসেন কাজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারা অনুযায়ী মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় ভিকটিম ১৩ বছরের কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য চন্দ্রঘোনার বাসিন্দা অভিযুক্ত ইফতেখার ওই কিশোরী মেয়েকে পরিবারের অমতে নিয়ে উধাও হয়ে যান। পরে এক ভিডিও বার্তায় দু’জনে প্রেম করে বিয়ে করেছেন বলে জানায়। এতে মেয়ের মত থাকলেও নিজের নাবালিকা মেয়েকে ফিরে পেতে দীর্ঘদিন ধরে থানার ধারে ধারে ঘুরছিলেন ভিকটিম কিশোরীর পিতা উপজেলার কোদালা ইউনিয়নের বাসিন্দা আহমুদুল হক। তিনি অভিযুক্ত ইফতেখারের বিরুদ্ধে মামলা দিতে চাইলেও উল্টো আসামীপক্ষের সাথে আপোষ করতে বিভিন্ন মহল থেকে ক্রমাগত চাপ প্রয়োগ করা হচ্ছিলো বলে অভিযোগ করেন। এই নিয়ে তিনি মডেল থানার সাবেক ওসির বিরুদ্ধে হওয়া একটি মানববন্ধনে অংশ নিয়ে বিষয়টি উল্লেখ করে বক্তব্য দিলে রাতে ওই ওসিকে প্রত্যাহার করে নেয়া হয়। তবে বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনায় তড়িৎ গতিতে ব্যবস্থা নেন। কিশোরী মেয়ের পিতা মামলা দায়ের করলে তিনি অভিযুক্ত ইফতেখারকে গ্রেফতার করেন এবং কিশোরী মেয়েটিকেও উদ্ধার করায় সন্তুষ্টি প্রকাশ করেন পিতা আহমুদুল হক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট