1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

মব দিয়ে রাষ্ট্র গঠন হয় না

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

আজকের তরুণদের উচিত নিজেকে গড়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়া। প্রয়োজন মফস্বল থেকে শহর—সমাজের প্রতিটি স্তরের মানুষের না-বলা কথাগুলো অনুভব করার সক্ষমতা, তাদের চাহিদা, সংকট ও স্বপ্নগুলো বোঝার আন্তরিকতা। আমরা চাই প্রায়োগিক রাজনীতির এমন একটি সংস্কৃতি, যেখানে থাকবে না হরতাল-পিকেটিং, অযাচিত মিছিল-সমাবেশ, সহিংসতা কিংবা স্লোগানের নামে অসভ্যতা। আমরা চাই না রাজপথ দখল করে সভা-সমাবেশের নামে জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত হোক। চাই না এমন রাজনীতি, যেখানে ‘একটা একটা *** ধর’ কিংবা ‘এ্যাকশন টু এ্যাকশন’ জাতীয় স্লোগান দিয়ে ভীতি ছড়ানো হয়। আদর্শ ও মেধার চর্চা এবং সমাজ ও জনকল্যাণে নিবেদিত হওয়াটাই হোক রাজনীতির মূল লক্ষ্য।

আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশ—
যেখানে রাজনৈতিক কর্মী মানেই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা বাসস্ট্যান্ডের ঠিকাদার হবে না;
যেখানে লাল্টু-বল্টু, ইয়াবা বদি কিংবা তথাকথিত “মমতাজ”দের মতো ভাঁড়রা সংসদের গৌরব বিনষ্ট করতে পারবে না;
বরং নেতৃত্বে থাকবে সমাজের সুশিক্ষিত, সচেতন, সদাচারী এবং জনবান্ধব মানুষরা, যাদের হৃদয়ে থাকবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা।

সে লক্ষ্যে অগ্রসর হচ্ছে Barrister Andaleeve Rahman ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
আমরা বিশ্বাস করি— ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমাজের সৎ, দায়িত্ববান ও ভালো মানুষদের ঐক্যই পারে এই দেশকে সত্যিকার অর্থে উন্নয়নের পথে এগিয়ে নিতে, বিশ্বদরবারে এক অনন্য দৃষ্টান্ত লিপিবদ্ধ করতে..

চলুন, বৃহত্তর চট্টগ্রামে আমরা একসাথে গড়ে তুলি ভালো মানুষদের অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম।
চলুন, নীতিনিষ্ঠ নতুনধারা রাজনৈতিক চর্চার মাধ্যমে গড়ি একটি নতুন বাংলাদেশ।

আসুন একসাথে দেশ গড়ি – যোগ দিন বিজেপি সামিয়ানায়।

শেখ মো. ইকরাম হোসাইন
সংগঠক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট