বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী'র তত্ত্বাবধানে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকালে রাঙ্গুনিয়া মডেল থানার সামনে গুমাই মার্কেট চত্বরে কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল। সদস্য সচিব মুহাম্মদ মহসিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আবদুল শুক্কুর, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ওসমান গনি, মো. আজগর, মো. মাহবুব, জেলা যুবদলের সহসভাপতি আজাদ খান, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, জাহেদ শিকদার, হোসেন সুমন, মোমিন সিকদার, মো. লিটন, মহিবুল্লাহ মারুফী, জি এস শোয়াইব কাদের, মো. মিজান, গাজী মনির, মো. মাসুদ, আবু বক্কর, জিকু বড়ুয়া, মো. খায়রু, দিদার লাহেড়ী, মো. শাহাবুদ্দিন, জাহেদুল ইসলাম, মো. সেলিম, আহমদ সাফা, মো. ইকবাল, মো. মোর্শেদ প্রমুখ। শেষে স্কুল কলেজ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে মডেল থানার সামনে এবং থানা কম্পাউন্ডে গাছের চারা রোপণ করা হয়।