1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
                                                     মো. জাফর আলম নিজ প্রতিষ্ঠানের সামনে কুড়িয়ে পেয়েছেন ১০ হাজার টাকা। কিন্তু  সেই টাকার লোভ সামলিয়ে প্রকৃত মালিককে খুঁজে সব টাকা ফেরত দিয়েছেন তিনি। টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত দেখালেন রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের বাসিন্দা জাফর। একই ইউনিয়নের  মরিয়মনগর চৌমুহনী এলাকায় দি দাওয়াত রেস্টুরেন্ট নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।                                     ব্যবসায়ী জাফর আলমের সাথে কথা বলে জানা গেছে, রোববার (৬ জুলাই) সন্ধ্যার দিকে রেস্টুরেন্টের সামনে টাকাগুলো এক সাথে ভাঁজ করা অবস্থায় পান তিনি। আশে-পাশে খোঁজ নেন তিনি, টাকার মালিক কে ? পরে তার প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামরা দেখে টাকার প্রকৃত মালিককে শনাক্ত করেন। তবে নাম পরিচয় পাওয়া না যাওয়ার কারনে টাকাটা ফেরত দিতে পারছিলেন না তিনি। স্থানীয় চলমান রাঙ্গুনিয়া পত্রিকার ফেসবুক পেজে বিষয়টি পোষ্ট করা হলে টাকার প্রকৃত মালিকের নজরে আসে। পরে তিনি ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগ করে টাকাটা ফেরত পান।  টাকার প্রকৃত মালিক রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ফকিরখীল এলাকার বাসিন্দা প্রবাসী যুবক হিরু পাল তন্ময়। টাকা ফেরত পেয়ে খুশি তিনি।  জানতে চাইলে তিনি বলেন, " বর্তমানে এমন সৎ মানুষ পাওয়া দুষ্কর। টাকাটা উনি রেখে দিলেও আমি বুঝতে পারতাম না। ১০ হাজার কোন জায়গায় হারিয়ে গেছে আমার স্মরণে ছিলনা। নিজের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখে টাকাটা ফেরত দিতে ব্যাকুল হয়ে গিয়েছিলেন তিনি। সমাজে জাফর ভাইয়ের তো মানুষ থাকলে সমাজটা কতইনা সুন্দর হতো। "                                       জানতে চাইলে ব্যবসায়ী জাফর আলম বলেন, " টাকাটা আমার নয় এটা অন্যের হক। এটি ভোগ করলে পরকালে আমাকে জবাবদিহীতা করতে হবে। নিজের বিবেকের তাড়নায় টাকাটা ফেরত দিয়েছি। "      প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব  
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট