টানা বর্ষণে রাঙ্গুনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় উপজেলার অন্তত ৪০ টি বাড়ি-ঘর ডুবে গেছে। চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত গুমাই বিল পানিতে ডুবে গেছে। গুমাই বিল ছাড়াও বিল, পারুয়া বিল, রইস্যা বিল, তালুকদার বিলসহ অধিকাংশ বিল ডুবে গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণে নিম্নাঞ্চলের সব্জি খেত ডুবে গেছে। ডুবে গেছে অন্তত ১৫ টি আভ্যন্তরীন রাস্তা। ডুবে গেছে পুকুর, বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি পুকুর ও রাস্তা।