1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

রাঙ্গুনিয়ায় এসএসসিতে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭০২ বার পড়া হয়েছে

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কিছুটা কমেছে, তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। উপজেলার ৪১টি স্কুল থেকে মোট ৩ হাজার ৩২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে পাস করেছে ২ হাজার ৪৩৬ জন। পাসের হার দাঁড়িয়েছে ৭৩.২৪ শতাংশ। এ বছর ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি; ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬২ জন।

দাখিল পরীক্ষায় চিত্র

দাখিল পরীক্ষায় উপজেলার ১৫টি মাদ্রাসা থেকে ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৯৮ জন, পাসের হার ৮০.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯০.৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৭ জন।

ভোকেশনালে তুলনামূলক ভালো ফল

ভোকেশনাল শাখায় উপজেলার ৪টি প্রতিষ্ঠান থেকে ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৫৩ জন পাস করে, পাসের হার ৮৪.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী, যেখানে গতবছর মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছিল।

প্রতিষ্ঠানভিত্তিক সেরা

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা জানান,
উপজেলায় পাসের হারে শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাস করেছে; পাসের হার ৮৯.৬৯ শতাংশ এবং ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। তাদের ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মাধ্যমিক শাখায় তাদের পাসের হার ৮০.০৯ শতাংশ এবং ভোকেশনালে ৯০.৯ শতাংশ।

দাখিল মাদ্রাসাগুলোর ফলাফল

দাখিলে দক্ষিণ শিলক তৈয়্যবিয়া নূরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসা শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, পাশাপাশি ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া শিলক মিনা গাজীর টিলা মতিউল উলুম দাখিল মাদ্রাসা-তেও শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল ও রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা থেকে ৩ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠান দুটির পাসের হার যথাক্রমে ৮৫.৩৯ শতাংশ ও ৮৪.৪৪ শতাংশ।

ভোকেশনালে শীর্ষ প্রতিষ্ঠান

ভোকেশনাল শাখায় পাসের হারে শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, যার পাসের হার ৯০.৯ শতাংশ।
তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যেখানে ৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট