রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও কোদালা চা বাগানের মধ্যকার সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। অতিবৃষ্টির কারণে ব্রিজ সংলগ্ন অংশটি সম্পূর্ণ ভেঙে যায়, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই রাস্তা দিয়ে প্রতিদিন চা শ্রমিকসহ প্রচুর মানুষ চলাফেরা করেন। হঠাৎ ধস নামায় তাঁদের পক্ষে এখন বিকল্প পথ ছাড়া কোনো উপায় নেই। স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কথা জানিয়ে এলেও তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায়, এটি বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।