শুক্রবার (১১ জুলাই)বিকেলে রাঙ্গৃনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা কার্যালয় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব হোসেন তসলিম এর সঞ্চালনায় ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুহাম্মদ রাশেদুল আলম এর সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কোষাধ্যক্ষ মুহাম্মদ হারুন অর রশীদ।তিনি ইউনিয়নের মাসিক রিপোর্ট পর্যালোচনা করে সমাপনী বক্তব্য আলোচনায় বলেন, ইসলাম শ্রমিকদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করে। শ্রমিক আন্দোলন শোষণের বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে এবং শ্রমিকদের অধিকার আদায়ে সহায়তা করে। এবং তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা,শোষণের বিরুদ্ধে প্রতিরোধ,মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন,নৈতিক ও মানবিক মূল্যবোধের প্রসারসহ ইসলামে শ্রমিক আন্দোলনের গুরুত্বের বেশকয়েকটি দিক নিয়ে আলোচনা করেন।
সবশেষে এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ শ্রমিক নেতৃবৃন্দের ছেলেমেয়েসহ সকল ফলপ্রাপ্তদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়। প্রোগ্রামে আরো উপস্থিত উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ, উপজেলা কোষাধ্যক্ষঃ মিজানুর রহমান রাজু, উপজেলা সহসাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিনসহ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।