1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় ঘরের চালে বজ্রপাত, নারীসহ গুরুতর আহত দুই

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৬৭ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি
প্রতীকি ছবি

রাঙ্গুনিয়ায় ঘরের টিনের চালে বজ্রপাত হয়ে নারীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের খলিফাপাড়া মসজিদের পেছনে বড়বাড়ি এলাকার এই ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয় ফজল করিমের ছেলে আনিসুর রহমান (১৮) এবং তার খালা ইয়াসমিন আক্তার (২৭)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ইয়াসমিনের বোন আঞ্জুমান আরা বেগম জানান, দুপুরের পর ভারি বৃষ্টির সময় হঠাৎ একটি প্রবল বজ্রপাত হয়। বজ্রপাতের অংশ ঘরের টিনের চালের ওপর পড়লে ঘরে অবস্থানরত ইয়াসমিন অচেতন হয়ে পড়েন। এ সময় তিনি রান্নাঘর থেকে বালতি হাতে মূল ঘরে ফিরছিলেন। হঠাৎ করে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

অপরদিকে আনিসুর রহমানের পায়ের কাছে বজ্রপাতের অংশ পড়লে তার পুরো শরীর অবশ হয়ে যায়। ঘরের টিনে সামান্য আগুন ধরে গেলেও তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।

তাদের প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুমি দাশ প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাত সাড়ে ১১টায় আহতদের অবস্থা জানতে চাইলে আঞ্জুমান আরা জানান, “চিকিৎসা নেয়ার পর দুজনই আশঙ্কামুক্ত হলেও ইয়াসমিন এখনো কথা বলতে পারছে না।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট