1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১২ অপরাহ্ন

সরফভাটা গ্রুপের কার্যকরী পরিষদ গঠিত

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে
সভাপতি মোহাম্মদ সেকান্দর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম শাহীন ন
সভাপতি মোহাম্মদ সেকান্দর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম শাহীন ন

রাঙ্গুনিয়ার মানবিক দাতব্য সংগঠন সরফভাটা গ্রুপের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই বছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ট এই পরিষদ গঠন করা হয়েছে বলে জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি খোরশেদ আলম নয়ন জানান, মোহাম্মদ সেকান্দরকে সভাপতি এবং মোহাম্মদ শাহীন আলম শাহীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া মনোনীত অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ বাচা মিয়া, সহসভাপতি পদে যথাক্রমে মোহাম্মদ জামাল উদ্দিন, মো. ফারুক হোসেন ইমন ও মো. হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহেদুল ইসলাম শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সালে আহম্মদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহেদ বিন হারুন, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জাহিদ হোসেন, অর্থ সম্পাদক পদে মো. ইকতিয়ার হোসেন ইউনুস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সাকিবুল ইসলাম ফাহিম, সহ প্রচার সম্পাদক পদে মোহাম্মদ নিজাম উদ্দিন বাচা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. হাসান গনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. এমরান, ক্রীড়া সম্পাদক পদে মো. আবু বক্কর, সহ ক্রীড়া সম্পাদক পদে যথাক্রমে রফিকুল ইসলাম জিসান ও মোহাম্মদ ইয়াসিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সোহেল সিকদার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক পদে কামাল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো. নাছিম উদ্দিন ইভান, সমাজ কল্যাণ সম্পাদক মো. মহিন উদ্দিন সিকদার, সদস্য পদে আনোয়ার পারভেজ ও মো. তারেক মাষ্টার।

জানা যায়, দেশ ও দেশের বাইরের সরফভাটার মানবিক তরুণ-যুবকদের নিয়ে ২০১৫ সালে অনলাইনভিত্তিক সামাজিক উন্নয়নমূলক অরাজনৈতিক সংগঠন ‘সরফভাটা গ্রুপ’ প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে শিলকের প্রত্যন্ত গ্রামে মাটির জরাজীর্ণ মসজিদ ভেঙে আধুনিক মানের সিদ্দিকে আকবর জামে মসজিদ নির্মাণ, বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে নিয়মিত ত্রাণ অনুদান ও আর্থিক সহায়তা প্রদান, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ, রাতের অন্ধকারে মধ্যবিত্ত পরিবারে গোপণে সহায়তা প্রদান, দরিদ্র মেয়েদের বিয়েতে সহায়তাসহ নানা মানবিক ও সমাজ উন্নয়নমূলক কাজ নিয়মিত করে যাচ্ছে সংগঠনটি। নতুন গঠিত পরিষদের মাধ্যমে তা আরও ব্যাপক আকারে করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট