রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পোমরা ইউনিয়নের মোক্তার হোসেন এর ছেলে হেলাল উদ্দিন (৩২)।সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের স’মিল ঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। এসময় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।