রাঙ্গুনিয়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আজিম। তিনি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম নিশ্চিন্তাপুর গলাচিপা গ্রামের নোয়াপাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে। সোমবার (১৪ জুলাই )সকালে বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “আজিম একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”