রাঙ্গুনিয়ায় মাদক সেবনের দায়ে মো. আজিম উদ্দিন (৩০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের গলাচিপা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ এতে সহযোগিতা করে।
দন্ডপ্রাপ্ত আজিম উদ্দিন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে।
সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গলাচিপা এলাকায় মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়ে আজিম উদ্দিন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৫(৫) ধারা অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়।
ইউএনও মো. কামরুল হাসান বলেন,
"জনস্বার্থে মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"