পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি চেনা রীতি।
এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরও সেই দৃশ্য দেখা গেছে— শিক্ষার্থীরা একা বা দলবেঁধে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে শিক্ষকদের জন্য।
তবে ঘটে গেছে এক ব্যতিক্রমী ঘটনা।
পোমরা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী, যিনি পোমরা কেন্দ্রে পরীক্ষার্থী হলেও পরীক্ষাটি দিয়েছেন অন্যত্র—
আজ তিনি শুধুই আনন্দ ভাগাভাগি করতে আসেননি।
তিনি রাঙ্গুনিয়া উচ্চ বিদালয়ের সকল শিক্ষকের জন্য মিষ্টি নিয়ে এসে বলেন—
“স্যার, আমার জন্য দোয়া করবেন।”
প্রধান শিক্ষকসহ উপস্থিত শিক্ষকরা বিষয়টি দেখে আবেগাপ্লুত হন।
প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বলেন,
“শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানোর ঘটনা নতুন কিছু নয়। তবে এই ছেলেটির সৌজন্যবোধ আর আন্তরিকতা সত্যিই ব্যতিক্রম। এটা আমার শিক্ষকজীবনে এক নতুন অভিজ্ঞতা।”
সহকারী প্রধান মো. আবু সায়েম বলেন, ছেলেটি শারীরিক প্রতিবন্ধী। তবে পরীক্ষা চলাকালে তার ভদ্রতা, নম্রতা আর বিনয়ের জন্য শিক্ষকরা তাকে আলাদা করে মনে রেখেছেন।
আজকের এই সৌজন্যমূলক আচরণ আবারও প্রমাণ করল— মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার ভিত্তি এখনো টিকে আছে।