রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার(১৫ জুলাই) পুলিশের এই অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু এর নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এটিএম শিফাতুল মাজদারের তত্ত্বাবধানে এএসআই কিংকর চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার ধামাইরহাট এলাকার মৃত বদিউল আলমের স্ত্রী কাঞ্চন বেগমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।