রাঙ্গুনিয়া উপজেলার শিশুমেলা মডেল স্কুল এবারের পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আনন্দিত স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
উক্ত অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুল হাসান এবং একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক রিংকু রাণী দে শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
রিংকু রাণী দে বলেন, “আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিয়েছি। শতভাগ পাশ আমাদের স্কুলের জন্য একটি বড় অর্জন।”
এসময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতেও স্কুলের সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।