বৃক্ষ শুধু জীবনের অনুষঙ্গ নয়, পরিবেশ রক্ষার অন্যতম উপাদান। পরিবেশ রক্ষা ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১৬ জুলাই) দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর, কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, অনুজ কুমার বড়ুয়া,প্রতিষ্ঠাতা সদস্য স্মৃতি কুমার চৌধুরী, হিতৈষী সদস্য মুহাম্মদ রাসেল হোসেন, অভিভাবক সদস্য আবুল কাশেম ও আহমদুল হক, অধ্যাপক চিনু ছন্দা দে, অধ্যাপক মোজাহারুল হক,
অধ্যাপক শ্যামল বড়ুয়া, অধ্যাপক খাজা বাহাউদ্দিন,
অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক হামিদ উল্লাহ কুতুবী,
অধ্যাপক বিকাশ নন্দী, অধ্যাপক জেরিন আফরোজ,
অধ্যাপক নাজরিন আরা আলম, অধ্যাপক দীপঙ্কর দেবনাথ,
অধ্যাপক গিয়াসউদ্দিন এবং প্রদর্শক অনুপম বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে লায়ন মুহাম্মদ শওকত আলী নূর বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন—
“পরিবেশ রক্ষা ও প্রাণ সঞ্চারে বৃক্ষরোপণের বিকল্প নেই। দক্ষিন রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে গড়ে তোলার জন্য সকলে এগিয়ে আসুন।”