রাতের নিস্তব্ধতায় যখন রাঙ্গুনিয়ার নিসর্গ ডুবে ছিল ঘুমে, তখনই থমকে গেল এক পলাতক জীবনের দৌড়।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে চালানো হলো বিশেষ অভিযান।
সেই অভিযানের পর্দা উঠলো নিশিরাতে।
আর অভিযান শেষ হলো এক পলাতক আসামির হাতকড়া পরার মধ্য দিয়ে। মামলায় তিন মাসের সাজা ছিল মোহাম্মদ আয়ুবের।
নিশ্চিন্তাপুরের মধ্যম পাড়ার সেই আয়ুব—যার নামে আদালতের নির্দেশ জারি হয়েছিল, যার নামে ছিল পরোয়ানা—শেষমেশ তিনি আর নিশ্চিত থাকতে পারলেন না।
মোগলেরহাট ডাকঘরের পথ পেরিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করল।
রাত শেষে সূর্য উঠলেও আয়ুবের জীবনে নামল আরও এক নতুন আঁধার।
অপরাধের দায় এড়ানো যায় না—এই সত্য আবারও প্রমাণ হলো রাঙ্গুনিয়ায়। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব