সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের বইয়ের প্রকাশনা উৎসব রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে সোমবার (২১ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও প্রবাসের প্রহর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের নতুন গ্রন্থ “এই ধরণীর পথে প্রান্তরে” প্রকাশনা উৎসবে প্রধান অতিথি থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। আলোচক হিসেবে থাকবেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার, দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার।
রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী জানান, এই অনুষ্ঠানে সকল সাংবাদিক, কবি, লেখক এবং শিল্পসাহিত্যপ্রেমীরা উপস্থিত থাকবেন।