রাত যতই ঘনিয়ে আসুক, অন্যায়ের হিসেব মুছে যায় না। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্ত জনপদেও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের তত্ত্বাবধানে শুক্রবার (১৮ জুলাই) রাতে চালানো হলো বিশেষ অভিযান।
আইনের শৃঙ্খলে বাঁধা পড়লেন ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুল মোবিন সওদাগর। তিনি পারুয়া ইউনিয়নের গোয়াছ পাড়ার বাদশা মিয়ার ছেলে।
পুলিশের তৎপরতায় রাতের আঁধার ছিন্ন করে ধরা পড়লেন অবশেষে।
আইনের পথচলা থেমে থাকে না। অপরাধ যতই পুরনো হোক, তার বিচার অনিবার্য। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে