সময় কখনো কখনো আমাদের জীবনের পাতায় লিখে দেয় কিছু বিশেষ মুহূর্ত। রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজারে আজ তেমনই এক মুহূর্তের জন্ম হল।
জেবল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধন হলো ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম।
শুধু শোরুমের উদ্বোধন নয়—এ যেন এক অন্যরকম ভালোবাসার গল্প। প্রতিষ্ঠানটির কর্ণধার মিজান উদ্দিন তালুকদার। আর উদ্বোধনী ফিতা কাটলেন তাঁর বাবা, হাজী নুরুল আমিন তালুকদার।
বাবার হাতে ছেলের প্রতিষ্ঠানের উদ্বোধন—এই দৃশ্যটিতে উপস্থিত সবার চোখে ফুটে উঠেছিল এক অনাবিল প্রশান্তি।
উদ্বোধনী আয়োজনে আরও ছিলেন ব্যবসায়ী শাহাদাত সুমন, মুরাদ হোসেন মহব্বত, মো. রাশেদ, জাহেদ হোসেন, মো. রাকিবসহ অনেকেই।
মিজান উদ্দিন তালুকদার জানালেন,
“এই শোরুমে ওয়ালটনের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ সব ধরনের ইলেকট্রনিকস পণ্য গ্রাহকদের জন্য সহজলভ্য করা হবে। শুধু ব্যবসা নয়, আমরা গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
বাবা আর ছেলের এই ছোট্ট মিলনের গল্প ছড়িয়ে পড়লো রাণীরহাটের অলিগলিতে।
কারণ ব্যবসার উদ্বোধন হয়তো প্রতিদিনই হয়,
কিন্তু—ভালোবাসার এমন দৃশ্য, প্রতিদিন দেখা যায় না। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব