1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

রাঙ্গুনিয়ায় পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

“সবুজ পৃথিবী, সুস্থ জীবন—গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সপ্তাহ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলার বেগম ইকবাল জাকির হোসেন (বিআইজেডএইচ) বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এর উদ্বোধন হয়। উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার কাব স্কাউট ইউনিটের পরিচালনায় এই কার্যক্রম চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার সহ-সভাপতি ও
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী। বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এম মোরশেদ আলম এর সঞ্চালনাায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুমন শর্মা,
উপজেলা সহ-সভাপতি শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু,গ্রুপ কমিটির সভাপতি শিক্ষক মো. আইয়ুব,সাবেক সাধারণ সম্পাদক আনন্দ কুমার বড়ুয়া, উপজেলা সম্পাদক আজিজুল ইসলাম, শিক্ষক রতন কান্তি শীল,রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এণ্ড ডিফেন্স কর্মকর্তা জাহেদুর রহমান, শিক্ষক মো. আবদুল গফুর,উপজেলা কাব লিডার বিধান দেওয়ানজী, স্কাউট লিডার আলমগীর, অর্থ সম্পাদক বিমল শীল প্রমুখ।
প্রধান অতিথি বলেন,
“পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুধু এক সপ্তাহের জন্য নয়, এটি আমাদের নিত্যদিনের দায়িত্ব হওয়া উচিত।”
এসময় রাংগুনিয়ার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ইউনিট লিডারগণ ও বিভিন্ন স্কুলের স্কাউট সদস্যরা আগত অতিথিদের সাথে নিয়ে বিদ্যালয় আঙিনা পরিস্কার করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য এই অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার ২০০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এণ্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মাগফিরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনায় নীরব প্রার্থনা, দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট