রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের তত্ত্বাবধানে সোমবার (২২ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন— ওসমান। তাঁর পিতা গোলফার রহমান। তিনি রাঙ্গুনিয়ার ঘাগড়া খীলমোগল এলাকার আলম শাহ পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী আদালত দুই বছরের সাজা দেন।
অভিযান পরিচালনায় রাঙ্গুনিয়া থানার অফিসার ফোর্সরা অংশ নেন।