1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

ইছামতী নদীর বুকে মিললো ছোট্ট নাইমার নিথর দেহ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

একদিন আগে হারিয়ে গিয়েছিল ফুটফুটে ছোট্ট নাইমা। ফিরে আসেনি আর।
অবশেষে একদিন পর, ইছামতী নদীর শান্ত জলে ভেসে উঠলো সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রাজঘাটাকূল ইছামতী নদী থেকে ৮ বছর বয়সী নাইমার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নাইমা ছিল একই এলাকার মুহাম্মদ আনোয়ারের আদরের মেয়ে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টার দিকে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও সে আর ফেরেনি। উৎকণ্ঠিত পরিবার আশপাশে খোঁজাখুঁজি করে, মসজিদে মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি।
সকাল হতেই খবর দেওয়া হয় রাঙামাটির কাউখালী ফায়ার সার্ভিসকে। জীবনের শেষ আশাটুকু নিয়ে নদীর পাড়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশীরা।
বিকেলে অবশেষে সেই আশার মৃত্যু ঘটে—রাজঘাটাকুল গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ইছামতী নদীর বুকে মিললো নাইমার নিথর দেহ।
শিশু বয়সে জীবন থেমে যাওয়ার এ দৃশ্য দেখেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে রাজঘাটাকুলে। একটি মেয়ে, যার প্রাণভরে বাঁচার কথা ছিল—সে হারিয়ে গেলো নদীর স্রোতে।
প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট