একদিন আগে হারিয়ে গিয়েছিল ফুটফুটে ছোট্ট নাইমা। ফিরে আসেনি আর।
অবশেষে একদিন পর, ইছামতী নদীর শান্ত জলে ভেসে উঠলো সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রাজঘাটাকূল ইছামতী নদী থেকে ৮ বছর বয়সী নাইমার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নাইমা ছিল একই এলাকার মুহাম্মদ আনোয়ারের আদরের মেয়ে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টার দিকে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও সে আর ফেরেনি। উৎকণ্ঠিত পরিবার আশপাশে খোঁজাখুঁজি করে, মসজিদে মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি।
সকাল হতেই খবর দেওয়া হয় রাঙামাটির কাউখালী ফায়ার সার্ভিসকে। জীবনের শেষ আশাটুকু নিয়ে নদীর পাড়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশীরা।
বিকেলে অবশেষে সেই আশার মৃত্যু ঘটে—রাজঘাটাকুল গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ইছামতী নদীর বুকে মিললো নাইমার নিথর দেহ।
শিশু বয়সে জীবন থেমে যাওয়ার এ দৃশ্য দেখেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে রাজঘাটাকুলে। একটি মেয়ে, যার প্রাণভরে বাঁচার কথা ছিল—সে হারিয়ে গেলো নদীর স্রোতে।
প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব