রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার (২৩ জুলাই) বুধবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পরিষদের মহাসচিব আজিম উদ্দীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ করিম উদ্দীন হাছান। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা জেনারেল হাসপাতাল এর পরিচালক ডা. এস এম কাউসার। উদ্ধোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন। প্রধান আলোচক ছিলেন কুয়াইশ বুড়িশ্চর শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ শাহ আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ আলী হোসাইন, সার্জেন্ট (অব.) মুহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক মুহাম্মদ ইলিয়াস তালুকদার, মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম কাউসার শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। এবং স্কুলের প্রথম ক্লাস পবিত্র কোরআন শিক্ষার মাধ্যমে শুরু করার ভূয়সি প্রশংসা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক মুহাম্মদ নাছের উদ্দীন, মুহাম্মদ আবু বক্কর, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন রেজা, মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি।
শিক্ষক-শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন আলমু আকতার আনিকা, রাশেদা আহমেদ, আছিয়া আকতার, হাফেজ মুহাম্মদ সায়মন রেজা, হাফেজ মুহাম্মদ ইরফান উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন ইসলাম, জান্নাতুল নাঈম, শাহনাজ আকতার, সোহানা আফাজ প্রমূখ