রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া বানিয়াখোলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম তালুকদার (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (২৩ জুলাই) ভোর ৪ টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম মোহাম্মদ আলম তালুকদার ছিলেন জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন দুপুর ২টায় বানিয়াখোলা মহল্লা জামে মসজিদ মাঠে জানাজা শেষে আলম তালুকদারকে দাফন করা হবে।