রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের মেহেদীর তালুক এলাকার এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ছাত্রের নাম মো. রিয়াদ। তিনি ২৩ জুলাই সকাল বেলায় এম শাহ আলম কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি এখনো বাড়িতে ফেরেননি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে পরিবারের পক্ষ থেকে কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
রিয়াদের পরিবার সূত্রে জানা গেছে, ছেলেটি প্রতিদিনের মতোই কলেজে যাওয়ার কথা বলে সকালে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও ফিরে না আসায় তারা উৎকণ্ঠায় পড়েন। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছেও খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রিয়াদের পিতা মো. কুসুম জানা,ন”আমার ছেলের কোনো শত্রুতা ছিল না। ও এমনভাবে কোথাও হারিয়ে যাবে ভাবতেও পারিনি। আমরা এখন চরম দুশ্চিন্তায় আছি। যদি কেউ আমার ছেলেকে দেখে থাকেন বা খোঁজ পান, তাহলে দয়া করে আমাদের জানাবেন।”