রাঙ্গুনিয়ায় চায়ের দোকানে বসে চা পান করার সময় এক অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৪ জুলাই) সকাল অনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পারুয়ার একটি বাজারের চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটি একা এসে দোকানে বসেন এবং চা পান করছিলেন। কিছু সময় পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে যান এবং অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি পরিচয়বিহীন। তাই কেউ যদি এই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার পরিবারের কোনো সদস্যের সন্ধান জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাঙ্গুনিয়ায় যোগাযোগ করতে বলা হয়েছে।