রাঙ্গুনিয়ায় ‘বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড’ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়ার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উত্তরজেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলাম স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ, মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ফজলুল হক, মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। সঞ্চালনা করেন শিক্ষক আনন্দ বড়ুয়া।