আমার প্রিয় বাবা
হীরা আক্তার
বাবা তুমি আমার অমূল্য রতন,
তোমার মতো আর কেউ নেই এই জীবনপথে অনুপ্রেরণার জন।
হাজার কষ্ট সয়ে পূরণ করো আমার যত আবদার,
তোমার ভালোবাসায় মুছে যায় সব দুঃখের ভার।
বাবা মানে —
নতুন পথচলায় সেই প্রথম হাত ধরা,
বাবা মানে —
জন্মদিনে সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার ধরা।
রাতের আকাশে যেমন তারার ঝিলিক,
তেমনই তুমি — আলো ছড়ানো এক জীবন্ত স্মৃতিক।
তুমি আমার জীবনের উজ্জ্বলতম তারা,
তোমার ছায়া না থাকলে এ পথ হতো হারা।
আজও বলতে পারিনি কতটা তোমায় ভালোবাসি,
তাই আকাশ সাক্ষী রেখে বলছি —
বাবা, তোমায় আমি এক আকাশ পরিমাণ ভালোবাসি।
লেখক-ছাত্রী,
বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়।