জুলাইয়ের পরিণাম
মুক্তা বড়ুয়া তুলতুল
জুলাই মানে শুধু নয়কো একটি মাস,
এই মাসে রচিত হয় মৃত্যুর ইতিহাস |
জুলাই মানে ছাএদের গণঅভ্যুত্থান ,
শহীদদের রক্তে রন্জিত আজও নানা উদ্যান
জুলাই মানে উচ্চশির নত না করা,
চতুর্দিকে বিষাদের রক্ত ঝড়ে পড়া |
জুলাই মানে সাঈদ,মুগ্ধ আরও শতজন,
কিভাবে মেটাবে তাদের ঋণ বাংলার জনগণ |
জুলাই মানে বৈষম্যহীন ছাএ আন্দোলন,
শহীদদের মাধ্যমে উদিত সুরুজ দেয় কিরণ|
জুলাই মানে পিতৃ হস্তে সন্তানের লাশ,
দেশজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্নীতি প্রকাশ |
জুলাই মানে পতিত হওয়া আকাশের তারা,
শত শত মায়েরা হলো সন্তান হারা |
জুলাই মানে মনে পড়ে উওরা মাইলস্টোন,
অকালে কত পাখি হারালো জীবন|
জুলাই মানে জয় বিজয়ের নতুন জনতা ,
এই মাসে বোঝা যায় জীবনের বাস্তবতা |
জুলাই মানে আতঙ্কের অন্যতম নাম,
তাই তো কবিতার নাম দিয়েছি জুলাইয়ের পরিণাম | লেখক- ছাত্রী, বিআইজেড বালিকা উচ্চ বিদালয়