রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের এক ঝাঁক মানবিক তরুণের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা সংগঠন ‘বেতাগী মানবিক ফাউন্ডেশন’ এবার পা রাখল আন্তর্জাতিক অঙ্গনে।
বৃহস্পতিবার, মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হলো সংগঠনটির কাতার শাখার শুভ উদ্বোধন। অনুষ্ঠানটি রাত ৯টায় ঊম গ্রান, আল মিরা, দোহা-তে আয়োজিত হয়।
এই গর্বের আয়োজনে উপস্থিত ছিলেন প্রবাসী বেতাগীবাসী—যাঁরা কর্মসূত্রে প্রবাসে অবস্থান করলেও হৃদয়ে ধারণ করেন নিজ জন্মভূমি, মাটি ও মানুষের প্রতি অগাধ ভালোবাসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“দেশের মাটিতে গড়ে ওঠা বেতাগী মানবিক ফাউন্ডেশন কেবল আর্ত-মানবতার সেবা নয়, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা, সহমর্মিতা এবং সহানুভূতির বার্তা পৌঁছে দিয়েছে। এবার সেই কার্যক্রম আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার প্রথম ধাপ কাতার শাখার উদ্বোধন।”
উপস্থিত প্রবাসী সদস্যরা জানান, তারা প্রতিজ্ঞাবদ্ধ—এই সংগঠনের মূল লক্ষ্য ও স্বপ্নকে বাস্তবায়ন করতে আন্তরিকভাবে কাজ করে যাবেন। মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, মানবিক কাজে হাত বাড়িয়ে দেওয়া—এটাই হবে কাতার শাখার মূল ব্রত।
বেতাগী মানবিক ফাউন্ডেশন – কাতার শাখা যেন আন্তর্জাতিক পরিসরে বাঙালি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে—এই প্রত্যাশায় সমাপ্ত হয় উদ্বোধনী অনুষ্ঠান।