শুনুন হে অভিভাবক
সুপর্ণা দাশ
শুনুন হে অভিভাবকবৃন্দ,
করুন মনে ধ্যান,
কেনো প্রজন্ম ভেঙে পড়ে,
পায় না সুখ-জ্ঞান।
তাদের মনে দ্বিধা থাকে,
সাহসে লাগে হীন,
মানসিক চাপ ভেঙে দেয়,
নষ্ট করে সুদিন।
প্রথম পাঁচটি বছর দিন,
মনটা মুক্ত রাখুন,
দেখুক, বুঝুক জীবনকে,
নিজ ভেবে চিন্তাকরুক।
দশম বর্ষে যখন যাবে,
হয়ে উঠুন সাথী,
মনোভাবের কথা শুনুন,
থাকুন পাশে রাতি-দিবা-পন্থী।
স্বপ্ন দেখুক নিজের মতো,
পছন্দটাও জানুন,
মনোবৃত্তির হিসাব-নিকাশ
স্নেহ-ধৈর্যে মানুন।
চাপিয়ে নয়, বোঝান তাকে,
জাগিয়ে তুলুন চেতনা,
নাহলে নিভে যাবে দীপ,
থেমে যাবে সম্ভাবনা।
বিকশিত হোক মনের আলো,
জাগুক নতুন দীপ্তি,
তবেই জ্বলে উঠবে আবার,
প্রজন্মের স্বপ্ন-প্রদীপটি।
লেখক- ছাত্রী,বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়