সময়
টুম্পা আকতার
সময় হলো ঘড়ির কাঁটা,
ছুটে চলে দুরন্ত পথ।
থামে না কারও ডাক শুনে,
জানে না কোন ক্লান্তি-রথ।
সময়ের সাথে বদলায় মানুষ,
বদলায় তার বলা কথা।
যা ছিল অতীতে অচিন,
আজ তা-ই জীবনের ব্যথা।
সময়ের সাথে মিশে যায়
হারিয়ে ফেলা কিছু স্বপ্ন।
যেগুলো ছিল আগামীর জন্য
সুন্দর একটি জীবন রচন।
কে আপন, কে পর — সময় চেনে না,
চলে সে নিজের ইচ্ছেমতো।
তাই সময়ের সাথে পাল্লা দিতে। লেখক- ছাত্রী,রিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয়