রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. জামাল উদ্দিন (৩২)। তিনি মৃত ফজল আহমদের ছেলে। তার বাড়ি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের আধুরপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার ২০১৯ সালের একটি মামলার পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ডসহ ৪ টি মামলা বিচারাধীর আছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।