1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

বিএনপির লেবাসধারী মামলাবাণিজ্য ও চাঁদাবাজদের তালিকা করতে বললেন হুমাম কাদের

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, “নতুন যোগ দেওয়া বিএনপির লেবাসধারীরা খুব সুন্দরভাবে মামলা বাণিজ্য করে যাচ্ছে। কাউকে মামলায় নাম জড়িয়ে, পরে তা কেটে দেওয়ার কথা বলে টাকা আদায় করছে। আমি তাদের ক্ষমা করব না। সাধারণ মানুষ যদি তাদের খুঁজে পায়, পরিণতি ভালো হবে না। অনেকে আবার রাস্তায় বাস-ট্রাক থেকে টাকা আদায়ের ব্যবসাও করছে। আপনাদের কাছে অনুরোধ, যারা এই চাঁদাবাজি করছে, তাদের তালিকা করে ধরিয়ে দিন। আমি পুলিশের উপর বিশ্বাস করি না, বিশ্বাস করি জনগণের উপর। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে পারে একমাত্র জনগণই।”
রোববার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইসলামপুর ইউপি মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম, আবু সাঈদ, মীর মুগ্ধ স্মরণে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।
হুমাম কাদের আরও বলেন, “অনেকে বলছেন ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু ১৬ বছর ধরে আমরা আন্দোলন করছি। এই ১৬ বছরে প্রতিদিন আমাদের কেউ না কেউ মারা গেছেন। নেতাকর্মীরা আঘাত পেয়েছেন, মামলায় জর্জরিত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন। বাংলাদেশকে ভালোবেসেই তারা এই ত্যাগ স্বীকার করেছেন।”
তিনি বলেন, “জুলাই আন্দোলনে মো. ফারুক নামে এক কাঠ ব্যবসায়ী শহীদ হয়েছেন। তিনি রাজনীতি করতেন না, কিন্তু দেশপ্রেমিক ছিলেন। সাধারণ মানুষ আমাদের চেয়েও বেশি সাহস দেখিয়েছেন— তাদের কথা আমাদের স্মরণ করতে হবে। যারা নতুন রাজনীতিতে এসেছেন, তাদের জন্য আমরা জায়গা তৈরি করছি। তাদের বলতে চাই, এই জনগণ আপনাদের পাশে ছিল বলেই আন্দোলন সফল হয়েছে। এই জনগণের মাঝেই আমাদের দলের নেতাকর্মীরাও ছিলেন। যদি আমরা সামনে আসতাম, শেখ হাসিনা এটিকে বিএনপির আন্দোলন বলে রুখে দিত।”
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী।
সভা সঞ্চালনা করেন যুবদল নেতা মো. রেজাউল করিম।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, এবিএম সাইফুদ্দিন তালুকদার, কামাল উদ্দিন মেম্বার, শাহেদ কামাল তালুকদার, ইউসুফ কামাল, রেজাউল করিম সওদাগর, সিরাজুল ইসলাম তালুকদার, নেছারুল ইসলাম পেয়ারু, ভিপি আনছুর উদ্দিন, পারভেজ মোশাররফ, ইমরুল হাসান চৌধুরী, জাফর ইকবাল, সৌদিয়া প্রবাসী মো. ইকবাল হোসেন, হেলাল আহমেদ, নিজাম উদ্দিন, মো. খোরশেদ, নাজিম উদ্দিন, ইউসুফ সাগর, আবু মনছুর তালুকদার, বখতিয়ার মাতব্বর, মাকসুদুল হক চৌধুরী, জমির উদ্দিন ইমন, দিদারুল আলম প্রমুখ।
রাঙ্গুনিয়া প্রসঙ্গে হুমাম কাদের বলেন, “যখন ‘রাউজান না রাঙ্গুনিয়া’ স্লোগান শুনি, তখন খুব কষ্ট পাই। কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি— রাঙ্গুনিয়ার মাটি আমার মাটি, রাঙ্গুনিয়ার মানুষ আমার মানুষ। আপনারা আমার পরিবার। যতদিন বেঁচে থাকি, রাজনীতি করি আর না করি— রাঙ্গুনিয়ার মানুষের জন্যই কাজ করব।”
সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “একজন চাচা আমাকে বললেন, সামনে নির্বাচন— টাকাপয়সা রেডি তো? আমি বললাম, যত টাকার কথা বলছেন, তত টাকা আমি চোখেও দেখিনি। ১৬ বছর রাঙ্গুনিয়ার রাজনীতির সঙ্গে আছি, পাশে যারা ছিলেন, কেউ এক টাকাও নেয়নি। বরং নিজের পকেট থেকে খরচ করে আমাকে নেতা বানিয়েছেন। তাই নির্বাচন নিয়ে আমি টেনশনে নেই। আমার কিসমতে যা আছে, সেটাই হবে। আমার বাবার কিসমতে ছিল বলেই তিনি সাতবার এমপি হয়েছেন। আমার কিসমতে থাকলে, আর আপনাদের ভালোবাসা থাকলে, আমি সংসদে পৌঁছাবো— একদিন না একদিন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট