মায়ের কথা
ফারিয়া আহমেদ নদী
ছোট বেলা খোকা যখন
করতো মারামারি
মা তখন করতো না কো
খোকার সঙ্গে আড়ি।
ওই মা জননী মাটির ঘরে
আছে কেমন জানি!
মায়ের কথা পড়লে মনে
চোখে আসে পানি।
মাগো তুমি চলে গেলে
ঘর কালো করে
তুমি মা গো ভালো থেকো
ছোট্ট মাটির ঘরে।
লেখক- শিক্ষার্থী, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়