রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে অবস্থিত শফিক মেডিকেল হল ডক্টর চেম্বারে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য—যেখানে একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (স্পেশাল চাইল্ড) তার চিকিৎসককে বিদায় মুহূর্তে জড়িয়ে ধরে প্রকাশ করল নিঃশর্ত ভালোবাসা।চিকিৎসা সেবার এক ব্যস্ত দিনে এমন হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তটি অবাক করেছে চিকিৎসকসহ উপস্থিত সবার মন।
জানা গেছে, শিশুটি এসেছিল কিছু সিজনাল সমস্যা নিয়ে। তবে চিকিৎসকের পর্যবেক্ষণে ধরা পড়ে, শিশুটি আরও কিছু ডেভেলপমেন্টাল জটিলতায় ভুগছে, যার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সহানুভূতিশীল মনোযোগ।
চিকিৎসা শেষে হঠাৎ করেই শিশুটি চিকিৎসকের গলায় ঝাঁপিয়ে পড়ে আদর করতে থাকে।
অপ্রত্যাশিত এই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি চিকিৎসক নিজেও।
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ মুহাম্মদ শাহেদ হোসেন বলেন,
“চিকিৎসা করতে গিয়ে অনেক কিছুই দেখি, কিন্তু এভাবে জড়িয়ে ধরা… সত্যিই আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওর চোখে মুখে ছিল নির্ভরতার এক গভীর ভাষা। এই ভালোবাসার মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি না করে পারিনি।”
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রোগী ও সহকারীরাও মুহূর্তটির সৌন্দর্যে অভিভূত হন।
শফিক মেডিক্যাল হল এর পরিচালক সুজন কান্তি দাশ বলেন, “এটা শুধুমাত্র একটি চিকিৎসা সেশন ছিল না—এটা ছিল এক শিশুর হৃদয় দিয়ে ভালোবাসা প্রকাশ করার মুহূর্ত। মানবিক চিকিৎসক শাহেদ সাহেবের মতো এইসব স্পেশাল চাইল্ডদের প্রতি সবার আরও মানবিক হওয়া উচিত।”
ঘটনার একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে "চিকিৎসা পেশার আসল সৌন্দর্য" বলে অভিহিত করছেন। প্রতিবেদন - আব্বাস হোসাইন আফতাব