রাঙ্গুনিয়া পৌরসভা মিলনায়তনে ইপসা-নিরাপদ অভিবাসন প্রকল্পের “কোয়ালিশন ফর ফেয়ারার লেবার মাইগ্রেশন: প্রোমোটিং ইফেক্টিভ, রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্ন্যান্স ইন বাংলাদেশ (পেরি)” প্রোগ্রামের আওতায় জেন্ডার মেইনস্ট্রিমিং কমিটিকে পৌরসভার স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সাবেক সদস্য ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ জুলাই) সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভার সচিব মুহাম্মদ আল হেলাল। সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবু বক্কর লিটন।
বক্তব্য দেন জিএমসি সদস্য মোকারম হোসেন, মাষ্টার আবদুল মালেক, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ারা বেগম, ইয়াছমিন আক্তার, মাওলানা সাখাওয়াত হোসেন, মুহাম্মদ নুরুল ইসলাম, শিম্পু বড়ুয়া, জয়শ্রী মল্লিক, জোবেদা বেগম, শানু আক্তারসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
সভায় জিএমসি কমিটির কার্যক্রম, নারীর অংশগ্রহণ, অভিবাসী অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।