1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ইচ্ছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ইচ্ছে
প্রিয়ন্তী দাশ
ইচ্ছে আমার পাখি হওয়ার,
উড়ব সারাদিন,
দূর আকাশের অপার নীলে
উড়ব আমি স্বাধীন।
করবে না কেউ মানা আমায়
উড়ব যখন খুশি,
আপন দুটি পাখা মেলে,
উড়ব হাসি খুশি।
ইচ্ছে আবার জাগে মনে
হবো আমি মাছ,
থাকবো ওই সাগর জলে,
দেখতে শত মাছ!
দেখব আমি আছে কি,
ওই সাগরের জলে!
কেন মানুষ যায় দেখতে
সমুদ্রের তলে?
আবার আমার ইচ্ছে হয়
হবো আমি গাছ,
ফুল দেবো, ফল দেবো,
বাঁচাবো সবার প্রাণ।
মনে আরো অনেক ইচ্ছা
জাগে পর পর,
দেখি কোনো ইচ্ছা আমার
হয় কি পূরণ পর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট