ইচ্ছে
প্রিয়ন্তী দাশ
ইচ্ছে আমার পাখি হওয়ার,
উড়ব সারাদিন,
দূর আকাশের অপার নীলে
উড়ব আমি স্বাধীন।
করবে না কেউ মানা আমায়
উড়ব যখন খুশি,
আপন দুটি পাখা মেলে,
উড়ব হাসি খুশি।
ইচ্ছে আবার জাগে মনে
হবো আমি মাছ,
থাকবো ওই সাগর জলে,
দেখতে শত মাছ!
দেখব আমি আছে কি,
ওই সাগরের জলে!
কেন মানুষ যায় দেখতে
সমুদ্রের তলে?
আবার আমার ইচ্ছে হয়
হবো আমি গাছ,
ফুল দেবো, ফল দেবো,
বাঁচাবো সবার প্রাণ।
মনে আরো অনেক ইচ্ছা
জাগে পর পর,
দেখি কোনো ইচ্ছা আমার
হয় কি পূরণ পর।