 
     
 গীবত
 সাদিয়া বিনতে শাহীন
এই দুনিয়াতে ভাই, দেখি যেখানেতে,
রয়েছে এক গীবতের স্থান।
সামনে সে সাজে বন্ধু,
তবে পিঠ পিছে — সে যে শত্রু।
মিশে চলে হাসিমুখে,
পেছনে করে সর্বনাশ।
কখনো সাজে আপন,
কখনো আবার ভিন্ন রূপে পর।
রূপ বদলানোর তার নেই কোনো সীমা,
তার গীবতেরও নেই কোনো বেঁধে রাখা গন্তব্য।
হিংসা, অভিমান, রাগে সে জ্বলে,
বলে মানুষের নামে নানান ভুল বচন।
সাপের চেয়েও বিষাক্ত জিহ্বা,
ছোবল মারে সে যে ঠিক হৃদয়ের মাঝে!
লেখক- ছাত্রী, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়
