চট্টগ্রামের সুপরিচিত বৌদ্ধ তারুণ্য সংগঠন ‘সম্যক’-এর রাঙ্গুনিয়া শাখার ২০২৫-২৬ সালের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিজয় বড়ুয়াকে সভাপতি এবং অভিজিত বড়ুয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) কেন্দ্রীয় “সম্যক” কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শুভ বড়ুয়া, সভাপতি রুপস বড়ুয়া এবং সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন— সিনিয়র সহসভাপতি আঁখি বড়ুয়া, সহসভাপতি জুঁই বড়ুয়া ও জয়েস বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক স্বদেশ বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া ও আকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ঋত্বিক বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক অপূর্ব বড়ুয়া, অর্থ সম্পাদক দোলন বড়ুয়া, সহ অর্থ সম্পাদক হিমেল বড়ুয়া, প্রচার সম্পাদক শ্রীকান্ত বড়ুয়া, সহ প্রচার সম্পাদক অন্তর মুৎসুদ্দি, প্রকাশনা সম্পাদক কাঁকন বড়ুয়া, সহ প্রকাশনা সম্পাদক এমি বড়ুয়া, দপ্তর সম্পাদক দীপ্ত বড়ুয়া মুন্না, সহ দপ্তর সম্পাদক রীতিকা মুৎসুদ্দি, শিক্ষা সম্পাদক অপূর্ব বড়ুয়া, সহ শিক্ষা সম্পাদক নীহারিকা বড়ুয়া পায়েল, সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ন্তী বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক অদ্রি বড়ুয়া, ধর্মীয় সম্পাদক মুকেশ বড়ুয়া, সহ ধর্মীয় সম্পাদক সায়ন্তি বড়ুয়া, আইন সম্পাদক স্বপ্নীল বড়ুয়া, সহ আইন সম্পাদক অর্পন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক যুবরাজ বড়ুয়া অর্ক, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক দিব্য বড়ুয়া, ক্রীড়া সম্পাদক দীপ মুৎসুদ্দি এবং সহ ক্রীড়া সম্পাদক দেবজ্যোতি মুৎসুদ্দি। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ণব, সানি, ঈশান বড়ুয়াসহ বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।